আইসিসির সুখবর পেলেন নারী অধিনায়ক জ্যোতি

এক ম্যাচ বাকি থাকতে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ নারী দল। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এরই মধ্যে পেলেন আইসিসি থেকে সুখবর।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬৩ রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন নিগার। তাতেই মেয়েদের টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়কের। নিগার এখন ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১৬ নম্বরে।

এদিকে বোলারদের র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার। তিনি ৭ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছেন।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে ৩ ধাপ এগিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক এলিসা হিলি।

নারী টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ক্যারিবীয় তারকা হেইলি ম্যাথিউস। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ তারকা সোফি এক্লেস্টোন। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন চার্লি ডিন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //