হৃদয়ের ব্যাটে বাংলাদেশের ফাইটিং স্কোর

শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। যদিও পরবর্তীতে সৌম্য সরকার ও পরে তাওহিদ হৃদয়ের অর্ধশত রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে লঙ্কানদের ২৮৭ রান করতে হবে।

আজ শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর আড়াইটায়। খেলা দেখাচ্ছে টি-স্পোর্টস ও গাজি টিভি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই বিদায় নেন লিটন কুমার দাস। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শূন্য রানে বিদায় নিলেন তিনি। এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্ত দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৪০ রান করে মাধুশাঙ্কার শিকারে পরিণত হন তিনি। তৃতীয় উইকেটে সৌম্য ও তাওহিদ হৃদয় ৫৫ রানের জুটি গড়েন। 

দলীয় ১৩০ রানে ৬৬ বলে ১ ছক্কা ও ১১ চারে ৬৮ রান করে বিদায় নেন সৌম্য সরকার। এদিন সৌম্য ওয়ানডে ক্রিকেটে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। তাওহিদ হৃদয় ১০২ বলে করেন ৯৬ রান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //