নতুন চুক্তিতে ক্রিকেটারদের কার বেতন কত

গত সপ্তাহে এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে জায়গা পেয়েছেন ২১ জন ক্রিকেটার। ক্যাটাগরি ভেদে বিভিন্ন ক্রিকেটার পাবেন বিভিন্ন অঙ্কের বেতন।

তিন ফরম্যাটের তালিকাতে থাকায় এবং একই সাথে তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেওয়ায় সর্বোচ্চ ৯ লাখ ১০ হাজার টাকা মাসিক বেতন পাবেন নাজমুল হোসেন শান্ত।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে তিন ফরম্যাটেই আছেন ৫ জন - সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।

একজন ক্রিকেটার সর্বোচ্চ প্রথম ক্যাটাগরি থেকে শতভাগ, দ্বিতীয় ক্যাটাগরি থেকে ৫০ শতাংশ ও তৃতীয় ক্যাটাগরি থেকে ৪০ শতাংশ টাকা পাবেন। শান্ত এ প্লাস ক্যাটাগরিতে থাকায় টেস্টে থেকে পাবেন সাড়ে ৪ লাখ (শতভাগ), ওয়ানডে থেকে ২ লাখ (৫০ শতাংশ) ও টি-টোয়েন্টি থেকে ১ লাখ ৪০ হাজার (৪০ শতাংশ)। পাশপাশি তিন ফরম্যাটে নেতৃত্বে জন্য আরও পাবেন ১ লাখ ২০ হাজার (প্রত্যেক ফরম্যাটের জন্য ৪০ হাজার করে)। সবমিলিয়ে শান্তর মাসিক বেতনের পরিমাণ ৯ লাখ ১০ হাজার টাকা।

শান্তর পর সবচেয়ে বেশি বেতন পাবেন সাকিব, ৭ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া ৫ লাখের বেশি বেতন পাবেন মুশফিকুর রহিম (৬ লাখ ৫০ হাজার), লিটন (৬ লাখ ৫ হাজার), তাসকিন (৫ লাখ ৭৫ হাজার) মিরাজ (৫ লাখ ৫০ হাজার) ও শরিফুল (৫ লাখ ৫০ হাজার)।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতনের পরিমাণ
নাজমুল হোসেন শান্ত- ৯ লাখ ১০ হাজার
সাকিব আল হাসান- ৭ লাখ ৯০ হাজার
মুশফিকুর রহিম- ৬ লাখ ৫০ হাজার
লিটন দাস- ৬ লাখ ৫ হাজার
তাসকিন আহমেদ- ৫ লাখ ৭৫ হাজার
মেহেদি হাসান মিরাজ- ৫ লাখ ৫০ হাজার
শরিফুল ইসলাম- ৫ লাখ ৫০ হাজার
মুমিনুল ইসলাম- ৪ লাখ ৫০ হাজার
তাইজুল ইসলাম- ৪ লাখ ৫০ হাজার
মাহমুদউলাহ রিয়াদ- ৪ লাখ
মুস্তাফিজুর রহমান- ২ লাখ ৮৭ হাজার ৫০০
তাওহিদ হৃদয়- ২ লাখ ৬২ হাজার ৫০০
হাসান মাহমুদ- ২ লাখ
নুরুল হাসান সোহান- ১ লাখ ৭৫ হাজার
মাহমুদুল হাসান জয়- ১ লাখ ৭৫ হাজার
খালেদ আহমেদ- ১ লাখ ২৫ হাজার
নাঈম হাসান- ১ লাখ ২৫ হাজার
নাসুম আহমেদ- ১ লাখ ২৫ হাজার
শেখ মেহেদি- ১ লাখ
তানজিম সাকিব- ১ লাখ

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //