শ্বাসরুদ্ধকর টেস্টে অজিদের হারাল ক্যারিবীয়রা

হ্যাজলউডের স্ট্যাম্পটা উড়িয়ে দিয়েই ভোঁ দৌড় দিলেন সামার জোসেফ। সতীর্থরা কেউ পেছনে থেকে তার নাগালই যেন পাচ্ছেন না। অ্যাডিলেডেই যে পেসারের অভিষেক হয়েছিলো। তার আগুনে বোলিংয়েই পুড়ে ছারখার হয়ে গেলো অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ।

ব্রিসবেন টেস্টে জয়ের জন্য ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সামার জোসেফের ৬৮ রানে ৭ উইকেটের ওপর ভর করে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮ রানের ব্যবধানে অবিশ্বাস্যভাবে হারিয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজ। ৭ উইকেটের মধ্যে চারজনেকই বোল্ড করেছেন জোসেফ।

গ্যাবার গ্যালারিতে যে কয়জন দর্শক উপস্থিত ছিলেন, সবাই দাঁড়িয়ে সম্মান জানালেন ক্যারিবীয় তরুণ পেসার সামার জোসেফকে। ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বাধীন পুরোপুরি আনকোরা এবং তরুণ একটি দল বিশ্বের নাম্বার ওয়ান, টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে এভাবে হারিয়ে দিতে পারবে, তা অকল্পনীয়, অবিশ্বাস্য।

যে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পর্যন্ত খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, তারা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকেই হারিয়ে দিলো! তা শুধু এক তরুণ পেসারের সৌজন্যে। ক্রিকেট ইতিহাসে নামটা লিখে রাখার জন্যই হয়তো আবির্ভাব হয়েছে তার। দীর্ঘদিন ক্রিকেটপ্রেমীদের মনে রাখতে হবে এই নামটা- সামার জোসেফ।

২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একা স্টিভেন স্মিথই শুধু একপ্রান্ত আগলে দাঁড়িয়েছিলেন। ইনিংস ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন তিনি, ৯১ রানে।

অন্যপ্রান্তে একের পর এক স্বাগতিকদের উইকেট তুলে নিয়েছে ক্যারিবীয়রা। ১১.৫ ওভার বল করে ৭ উইকেট নেন জোসেফ। ২টি নিলেন অ্যালজারি জোসেফ এবং ১টি নিলেন কেমার রোচ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //