বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ২৩৬

কদিন আগেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইতিহাসগড়া এই শিরোপা জয়ের পর বিশ্বকাপ মিশনে নেমেছে যুবারা। তবে বৈশ্বিক এই শিরোপা জয়ের লক্ষ্যে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে লাল-সবুজের দল। আসরে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে ভারতের কাছে। 

টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজ সোমবার (২২ জানুয়ারি) আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা যেখানে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন যুবা অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। আর আগে ব্যাট করতে নেমে কিয়ান হিলটনের ৯০ রানের ইনিংসে সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রানের সংগ্রহ গড়েছে আয়ারল্যান্ড।

টসে জিতে আগে বল করতে নেমে শুরুটা ভালোই করেছেন বাংলাদেশ বোলাররা। ইনিনবগসের ষষ্ঠ ওভারেই ওপেনার রায়ান হান্টারকে সাজঘরের পথ দেখান মারুফ মৃধা। এরপর আইরিশদের দলীয় ৪৫ রানেই আইরিশদের আরও এক উইকেট তুলে নেন শেখ জীবন।

এরপর আরেক ওপেনার জর্ডান নিলকে সাজঘরের পথ দেখান রাফিউজ্জামান রাফি। আউট হওয়ার আগে জর্ডান করেন ৪৭ বলে ৩১ রান। এরপর দ্রুতই আরও এক উইকেট তুলে নেয় বাংলাদেশ যুবারা। তবে চার উইকেট হারানোর পর আইরিশদের পথ দেখান স্কট ম্যাকবেথ এবং কিয়ান হিল্টন। এ দুজন মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে যোগ করেন ৭৮ রান।

৫৯ বলে ৩৩ রান করে ম্যাকবেথ ফিরে গেলেও আরেকপ্রান্তে রানের চাকা সচল রেখেছিলেন হিল্টন। শেষ পর্যন্ত মারুফের বলে আউট হওয়ার আগে আইরিশ এই ব্যাটার করেন ৯০ রান। তার এই দায়িত্বশীল ইনিংসের সুবাদের শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান করে আয়ারল্যান্ড। টাইগারদের হয়ে আজ সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন জীবন ও মারুফ। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //