আজ মাঠে নামছে বিপিএলের যে চার দল

আজ মাঠ গড়াতে যাচ্ছে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। চার দলের লড়াইয়ের মধ্যে দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টটির দশম আসর। আজ প্রথম দিনে মাঠে নামবে দুর্দান্ত ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।

আজ শুক্রবার (১৯ জানুয়ারি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা আড়াইটায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আসরের নতুন দল দুর্দান্ত ঢাকা ও আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও গেলবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার হবে টি-স্পোর্টসে।

আজ শুরু হয়ে প্রায় দেড় মাস চলবে এই আসর। ৪৬ ম্যাচের টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ১ মার্চ। খেলা হবে তিনটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। মাঠে বসে বিপিএলের ম্যাচ দেখতে টিকেটের জন্য সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে। সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকায় ম্যাচ দেখতে পারবেন দর্শকরা।

চব্বিশের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন, তাওহিদ হৃদয়, মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান ও মোহাম্মদ এনামুল হক।

চব্বিশের বিপিএলে দুর্দান্ত ঢাকার স্কোয়াড : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, সাইম আইয়ুব, চতুরঙ্গ ডি সিলভা, উসমান কাদির, সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরাব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামাউইকরামা, নাঈম শেখ, সাব্বির হোসেন ও জসীম উদ্দিন।

চব্বিশের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোয়াড : শুভাগত হোম (অধিনায়ক), জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, শহিদুল ইসলাম, স্টিফ্যান এসকিনাজি, তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানউজ্জামান, কার্টিস ক্যামফার, বিল্লাল খান, শাহাদাত হোসেন দিপু ও সালাউদ্দিন শাকিল।

চব্বিশের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, বেন কাটিং, জর্জ গ্রিনশো, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রোয়েন ও সালমান হোসেন ইমন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //