নিউজিল্যান্ডে প্রথমবার সিরিজ জয়ের সুযোগ

নিউজিল্যান্ডে প্রথমবার সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামবে টাইগাররা। দলীয় পারফরম্যান্সে স্বপ্ন পূরণের লক্ষ্য শান্তদের। শিষ্যদের সামর্থ্যে বিশ্বাস রাখছেন সহকারী কোচ নিক পোথাস। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা ১২টা ১০ মিনিটে।

নেপিয়ারে দুবার কিউই বধে ইতিহাস গড়া হয়ে গেছে। ডাউন্ড আন্ডারে সবচেয়ে সফল মিশন, টিম টাইগার্স এবার ট্রফি জিততে মুখিয়ে। প্রথম টি-টোয়েন্টির ধারাবাহিকতা রেখে সিরিজ নিশ্চিতের লক্ষ্য।

বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস বলেন, আমরা কিন্তু ৫ উইকেটে জিতেছি। টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় বড় জয়। এই ছেলেরা যদি আগামী ২-৩ বছর খেলতে থাকে তারা দেখিয়ে দিবে তারা কী করতে পারে।

মাউন্ট মঙ্গানুইয়ে সুখস্মৃতি আছে। বে ওভালে ঐতিহাসিক টেস্ট জয় বাড়তি প্রেরণা বাংলাদেশের জন্য। টিম পারফরম্যান্সে আরও একবার কিউইদের হারিয়ে উৎসব করতে চায় শান্তর দল। 

নিক পোথাস বলেন, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে। ভবিষ্যতের নিয়ন্ত্রণ হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। অবশ্যই সেরা ফলাফল পেতে চাই। তবে ভুললে চলবে না তারা বিশ্বের অন্যতম সেরা দল। এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।

নিউজিল্যান্ড প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে। নেপিয়ারে যে ভুল হয়েছে, তার পুনরাবৃত্তি চায় না স্বাগতিকরা। 

নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম বলেন, মোমেন্টাম পেয়ে হাতছাড়া করেছি আমরা। বাংলাদেশ ভালো খেলেই জিতেছে। কন্ডিশনও ওদের সাহায্য করেছে। দ্বিতীয় ম্যাচে ভুল করা চলবে না। সতর্ক হয়েই লড়তে হবে।

উইনিং কম্বিনেশ ভাঙতে পারে বাংলাদেশ। আফিফের ব্যর্থতায় মিরাজ ফিরতে পারেন একাদশে। আর তানজিম সাকিবের পরিবর্তে সুযোগ হতে পারে হাসান মাহমুদের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //