নাটকীয় ম্যাচে পাকিস্তানের হার

রুদ্ধশ্বাস ম্যাচে আশা জাগিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় হেরে গেছে পাকিস্তান।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৪৬ দশমিক ৪ ওভারেই ২৭০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ৪৭ দশমিক ২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১ উইকেটের নাটকীয় জয় পায় দক্ষিণ আফ্রিকা। এ হারের ফলে বিশ্বকাপে পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেলো। 

পাকিস্তানের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে প্রোটিয়ারা ৩৪ রান সংগ্রহ করে। এরপরই ফর্মে থাকা ডি কককে সৌদ শাকিলের ক্যাচ বানিয়ে ফেরান শাহিন শাহ আফ্রিদি। এরপর পুরো ম্যাচকে একপেশে বানিয়ে ফেলেন এইডেন মার্করাম। তার উইলো থেকে ম্যাচ জয়ী ৯১ রানের ইনিংস বের হয়ে আসে। মার্করামের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ লক্ষ্যে পরিণত করেছিলো দক্ষিণ আফ্রিকা কিন্তু তখন হঠাৎ করেই ঘুরে দাঁড়িয়েছিলো পাকিস্তান। মার্করামের উইকেট তুলে নেয়ার পর একে একে প্রোটিয়াদের ৯জন ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছিলো তারা।

শেষ মুহূর্তে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৪ রান আর পাকিস্তানের ১ উইকেট। ঠিক সেই পর্যায়ে মোহাম্মদ নওয়াজকে বাউন্ডারি মেরে দেন কেশব মহারাজ। তাতে বাবরদের হারিয়ে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার আবদুল্লাহ শফিককে হারায় পাকিস্তান। ৯ রানে তাকে বিদায় করেন মার্কো ইয়ানসেন। আরেক ওপেনার ইমাম উল হককেও বিদায় করেন তিনি। ১২ রানে ফেরেন পাকিস্তানি দুই ব্যাটার। এরপর দলের হাল ধরেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দুইজনে গড়েন ৪৮ রানের জুটি।  

রিজওয়ানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন কোয়েটজে। ৩১ রানে রিজওয়ান ফিরলেও একপ্রান্তে লড়ে ফিফটি তুলে নেন বাবর আজম। এরপর অবশ্য আর রান যোগ করতে পারেননি তিনি। শামসির বল উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন বাবর।

ইফতেখার আহমেদ খেলেন ২১ রানের ইনিংস। এরপর জুটি গড়েন সাউদ শাকিল ও শাদাব খান। ৭১ বল খেলে দুইজনে যোগ করেন ৮৪ রান। ৪০তম ওভারে কোয়েটজের বল উড়িয়ে মারতে গিয়ে মিডউইকেটে ধরা পড়েন শাদাব। ফেরেন ৩৬ বলে ৪৩ রান করে। তবে একপ্রান্তে ব্যাট চালাতে থাকা শাকিল ৫০ বলে তুলে নেন ফিফটি। এরপর আর দুই রান যোগ করেই শামসির শিকার হন। শেষদিকে মোহাম্মদ নওয়াজের ২৪ বলে ২৪ রানের ইনিংসে লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //