বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল অজিরা

বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। প্রথম দুই ম্যাচে হেরেছিলো অজিরা। কিন্তু শেষ তিন ম্যাচে জিতে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা।

আজ বুধবার (২৫ অক্টোবর ) নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে বড় জয়ের রেকর্ড নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া। ডাচদের আজ তারা হারিয়েছে ৩০৯ রানের বিশাল ব্যবধানে।

বিশ্বকাপ ইতিহাসে এর আগে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি ছিলো ২৭৫ রানের। সেই রেকর্ডটিও করেছিলো অস্ট্রেলিয়া। ২০১৫ বিশ্বকাপে পার্থে আফগানিস্তানকে এত বড় ব্যবধানে হারিয়েছিলো পাঁচবারের চ্যাম্পিয়নরা।

আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক প্যাট কামিন্স। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া সেঞ্চুরিতে ডাচদের ৪০০ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া।

জবাবে ২১ ওভারে ৯০ রানেই গুটিয়ে গেছে ডাচদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার বিক্রমজিৎ সিং।

এর আগে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন ডেভিড ওয়ার্নার। আর বিশ্বকাপ ইতিহাসেরই দ্রুততম সেঞ্চুরি করে গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া স্টিভেন স্মিথ ৭১ ও মার্নাস লাবুশেন ৬২ রান করেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা ৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে একাই নিয়েছেন ৪টি উইকেট। ২টি উইকেট শিকার মিচেল মার্শের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //