বিশ্বকাপে ওয়ার্নার-ম্যাক্সওয়েলের বিশ্ব রেকর্ড

চলমান বিশ্বকাপে দেখা গিয়েছিলো দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ডটি গড়েছিলেন কেভিন মার্করাম। তবে সেই রেকর্ড টিকলো মাত্র ১৮ দিন। 

আজ বুধবার (২৫ অক্টোবর) অরুন জেটলি স্টেডিয়াম নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় অজিরা। ডাচ বোলারদের তচনচ করে মাত্র ৪০ বলে সেঞ্চুরি তুলে করেছন গ্লেন ম্যাক্সওয়েল। যা বিশ্বকাপেই দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড।

রানখরায় ভুগতে থাকা গ্লেন ম্যাক্সওয়েল একের পর এক চার-ছয়ে ডাচ বোলারদের দুঃস্বপ্নই উপহার দিয়েছেন তিনি। মাত্র ৪০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। ভেঙ্গে দেন ১৮ দিন আগে গড়া এইডেন মার্করামের রেকর্ডকেও। শেষ পর্যন্ত ৪৪ বলে ৯ চার ৮ ছক্কা ১০৬ রানে থামেন তিনি।

এদিকে, পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ১৬৩ রানের পর আজ ডাচদের বিপক্ষেও সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার। মাত্র ৯১ বলে ওয়ানডে ক্যারিয়ারের ২২ তম সেঞ্চুরি তুলে নিলেন। 

সেঞ্চুরির পর একাধিক রেকর্ডও গড়েছেন ওয়ার্নার। চতুর্থ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা সেঞ্চুরি পেলেন তারকা এই ওপেনার। এ ছাড়া বিশ্বকাপের ইতিহাসে ৬টি সেঞ্চুরিতে ভারতীয় কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারকে ছুঁলেন ওয়ার্নার। আর একটি সেঞ্চুরি করলেই সবার ওপরে থাকা রোহিত শর্মাকে (৭টি) ধরে ফেলবেন তিনি।

উল্লেখ্য, হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া সেঞ্চুরিতে ডাচদের ৪০০ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //