ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে উদ্বোধনী জুটিতে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দুই টাইগার ওপেনার। কিন্তু ভারতীয় স্পিনারদের কাছে শেষ পর্যন্ত দাঁড়াতেই পারলেন না পরবর্তী ব্যাটাররা। বাংলাদেশ হারলো ৫১ রানে।

শুরুতে ব্যাট করতে নেমে ২১১ রানে অলআউট হয় ভারত। জবাবে নেমে ১৬০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। শিরোপার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

রান তাড়া করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই টাইগার ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও তানজীদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে দুজন মিলে তোলেন ৭০ রান। ৪০ বলে ৩৮ রান করে আউট হন নাঈম।

এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন তানজীম হাসান তামিম। আউট হওয়ার পূর্বে করেন ৫১ রান। ৫৬ বলে খেলা তার এই ইনিংসটি আটটি চারে সাজানো। তবে সুবিধা করতে পারেননি দ্বিতীয় উইকেটে খেলতে নামা জাকির হাসান। মানব সুথারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে করেন মাত্র ৫ রান।

এরপর যেন হুট করেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। ভারতীয় স্পিনারদের কাছে হারাতে থাকে একের পর এক উইকেট। তাতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা। সাইফ ২২, সৌম্য ৫, আকবর ২, মেহেদী ১২, রাকিবুল শূন্য, জয় ২০ ও রিপন ৫ রান করেন। শূন্যরানে অপরাজিত থাকেন সাকিব।

এর আগে কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান টাইগার দলনেতা সাইফ হাসান। ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতীয় ব্যাটারদের কোণঠাসা করে রাখেন বাংলাদেশের বোলাররা। ২৪ বলে ২১ রান করে ফেরেন ওপেনার সাই সুদর্শন।

দ্বিতীয় উইকেট জুটিতে ঠাণ্ডা মাথায় খেলতে থাকেন ওপেনার অভিষেক শর্মা ও নিকিন জোসে। ১৭ রানে ফেরেন জোসে। ৩৪ রান করেন অভিষেক।

এরপর পড়তে থাকেন একের পর এক উইকেট। নিশান্ধ সিন্ধু ৭, রিয়ান পরাগ ১২, ধ্রুব জুরেল ১, হারশিত রানা ৯, মানব ২১ ও হাঙ্গাগেকার ১৫ রান করেন। এদিকে শেষ ওভারে আউট হওয়ার আগে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন ইয়াশ ধুল। আউট হন ৬৬ রানে।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন শেখ মেহেদি, তানজীম হাসান সাকিব ও রাকিবুল ইসলাম। একটি করে উইকেটের দেখা পেয়েছেন সাইফ হাসান, রিপন মণ্ডল ও সৌম্য সরকার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //