ফাইনালে খেলতে বাংলাদেশের চাই ২১২

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালের শুরুতেই বাংলাদেশের বোলারদের পেস ঝড় আর স্পিন জাদুতে চাপে পড়ে যায় ভারত ‘এ’ দল। তবে শেষ দিকে ইয়াশ ডুলের ফিফটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় তারা। তার ব্যাটিং ঝলকে ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ২১১ রানের লড়াকু পুঁজি গড়ে দলটি। তাই ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠতে সাইফ হাসানদের দরকার ২১২ রান। 

আজ শুক্রবার (২১ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুরা ভাল হলেও, ম্যাচের অষ্টম ওভারে তানজিম হাসান সাকিব ভাঙেন ২৯ রানের জুটি। 

সাই সুদর্শন (২১) বিদায়ের পর নিকিন জোস ও অভিষেক শর্মা প্রতিরোধ গড়েছিলেন। এই দুজনকে টানা দুই ওভারে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টাইগাররা।

নিকিনকে (১৭) জাকির হাসানের ক্যাচ বানান সাইফ হাসান। রাকিবুল হাসানের বলে সাকিবের ক্যাচ হন অভিষেক (৩৪)। এরপর যশ ধুল ছাড়া অন্য ব্যাটাররা বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। 

ভারত ১৩৭ রানে ৭ উইকেট হারালে মানব সুতারকে (২১) নিয়ে হাল ধরেন ধুল। ৪১ রানের এই জুটি ভাঙে রান আউটে। ধুল সতর্ক ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি আদায় করেন।

২০০-তে পৌঁছার আগে ৯ উইকেট হারিয়ে বসে ভারত। নিজের প্রথম ওভারেই রাজবর্ধন হাঙ্গারগেকারকে (১৫) ফেরান সৌম্য সরকার। ধুল ইনিংস শেষ করে আসতে পারেননি। শেষ ওভারের প্রথম বলে রিপন মন্ডল ফেরান তাকে।

৮৫ বলে ৬ চারে ৬৬ রানে রাকিবুলের ক্যাচ হন ভারতের অধিনায়ক। পাঁচ বল বাকি থাকতে অলআউট ভারত। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান, সাকিব ও রাকিবুল দুটি করে উইকেট পেয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //