তামিমের বিদায়ে যা বললেন মুশফিক-রিয়াদ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। 

গতকাল বৃহস্পতিবার নিজের শহর চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে তামিম জানিয়ে দেন, লাল-সবুজের জার্সিটা আর গায়ে জড়ানো হচ্ছে না তার। আফগানিস্তানের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডেটাই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। 

তামিমের বিদায়ের খবরটা এই মুহূর্তে টক অফ দ্য টাউন। সোশ্যাল মিডিয়া এখন ব্যস্ত তামিমকে নিয়ে। সেই স্রোতে তাল মিলিয়েছেন জাতীয় দলের তার সতীর্থরাও। জানালেন, অধিনায়ককে মিস করার কথা। সবশেষ প্রতিক্রিয়া জানিয়েছেন দীর্ঘ দিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক প্রতিক্রিয়ায় মুশফিকুর রহিম বলেন, ‘আমরা একসঙ্গে দারুণ স্মৃতি ভাগাভাগি করেছি, সাফল্য উদযাপন করেছি। একসঙ্গে জিতেছি, কঠিন সময় কাটিয়েছি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমরা আর একই ড্রেসিংরুম ভাগাভাগি করব না, আমাদের দেশকে জেতাব না। তোর কৃতিত্ব ও যেভাবে চলে গেলি; তাতে আমি গর্বিত, আমি তোর পাশে আছি।’

এদিকে জাতীয় দলের বাইরে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘সব অবসরের সিদ্ধান্তই দুঃখজনক। আর তামিমের অবসরের সিদ্ধান্তে আমি হতবাক। এতবছর ধরে আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, অজস্র স্মৃতি আছে আমাদের একত্রে। বাংলাদেশ ক্রিকেটে তার রয়েছে অসামান্য অবদান। তার ভবিষ্যতের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।’

এর আগে পেসার মুস্তাফিজুর রহমান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘খবরটি শুনে আমি ভীষণ শকড। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না! আমি সব সময় আপনার দিক-নির্দেশনা, আমার কাঁধে আপনার সহযোগিতার হাত খুব মিস করবো তামিম ইকবাল ভাই।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //