ক্রিকেট বিশ্বকাপ

তিন ভেন্যু নিয়ে ৩ আপত্তি পাকিস্তানের

এশিয়া কাপের জন্য পাকিস্তানের প্রস্তাবিত ‘হাইব্রিড মডেলে’ রাজি হওয়ায় ভারতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেওয়ার দুয়ার খুলে গেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু আসরে অংশ নেওয়া এবং ভেন্যু নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আপত্তি জানিয়েই চলেছে। আইসিসি ও বিসিসিআই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা বোর্ডগুলোর সঙ্গে সম্ভাব্য সূচি ও ভেন্যু নিয়ে আলোচনা করছে।

বোর্ডগুলোকে খসড়া সূচিও পাঠানো হয়েছে। সেখানে তিন ভেন্যু নিয়ে তিন রকম আপত্তি তুলেছে পিসিবি। খসড়া সূচিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ রাখা হয়েছে সবচেয়ে বড় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ওই ভেন্যুতে খেলতে চায় না পাকিস্তান। কারণ স্বাগতিক ভারতের বাড়তি দর্শকের চাপ। 

এখনো সিদ্ধান্ত চূড়ান্ত না করলেও পিসিবির থেকে জানানো হয়েছে, সরকারের অনুমতি পেলেই তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়াসহ মোদি স্টেডিয়ামে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।

খসড়া সূচিতে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ রাখা হয়েছে চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে। কিন্তু স্পিন সহায়ক হিসেবে পরিচিত ওই স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে খেলতে চাই না পাকিস্তান। বরং ওই স্টেডিয়ামে তারা খেলতে চায় অস্ট্রেলিয়ার বিপক্ষে।

একইভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ রাখা হয়েছে ব্যাঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে। সেখানকার উইকেট অনেক বেশি ব্যাটিং সহায়ক। ওই স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে না খেলে আফগানদের বিপক্ষে খেলার ইচ্ছে প্রকাশ করেছে পিসিবি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //