টাইগারদের জন্য মনোবিদ নিয়োগ

আগামী ১৪ জুন বাংলাদেশের সাথে আফগানিস্তানের একমাত্র টেস্ট। ১০ জুন ঢাকায় এসে পৌঁছাবে আফগান দল। সিরিজটি মাথায় রেখে ২৯ মে থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এদিকে ছুটি কাটিয়ে গত শনিবার (৩ জুন) ঢাকায় ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে। সঙ্গে নিয়ে এসেছেন বাংলাদেশ দলের মাইন্ড ট্রেনার অ্যালান ব্রাউনিকে।

হাথুরুসিংহে বরাবরই ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক বিষয়গুলোর ওপর বেশ নজর দেন। মাঠের পারফরম্যান্সের সঙ্গে মাইন্ডে গেমের সরাসরি সংযোগ রয়েছে। ক্রিকেটে যা আরও বেশি করে। তাই হাথুরুর চাওয়া অনুযায়ী বাংলাদেশ দলে নিয়োগ দেওয়া হয়েছে মাইন্ড ট্রেনার।

এবার মাইন্ড ট্রেনারের সঙ্গে যোগ দেবেন একজন মনোবিদও। আগস্টের ১১ তারিখ মনোবিদ ডক্টর ফিল বাংলাদেশে আসতে পারেন বলে আজ রোববার (৪ জুন) গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। যদিও, ব্রাউনি কিংবা ফিল কেউই দীর্ঘমেয়াদে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন না।

গতকাল রবিবার (৪ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পে থাকা ক্রিকেটারদের নিয়ে সেশন করেছেন ব্রাউনি। জেনেছেন তাদের মানসিক শক্তি ও দুর্বলতার জায়গা নিয়ে। সেসব নিয়েই কাজ করবেন তিনি।

এর আগে বাংলাদেশ দলের ক্রিকেটরদের অনেকেই নিজ উদ্যোগে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেছিলেন। এবার দলগতভাবে কাজ করা হচ্ছে কোচের চাওয়াতেই, যা বাংলাদেশ দলকে আরও শক্তিশালি করে গড়ে তুলবে মাঠের খেলায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //