আইপিএলে চ্যাম্পিয়ন চেন্নাই, পুরস্কারে কে পেলেন কত টাকা

জমজমাট ফাইনাল দিয়ে পর্দা নামল আইপিএলের ১৬তম আসরের। বৃষ্টি বাধায় পড়া ম্যাচটিতে গুজরাট টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির হাতে উঠেছে পঞ্চম আইপিএল শিরোপা। চ্যাম্পিয়ন হয়ে চেন্নাই সুপার কিংস প্রাইজমানি হিসেবে জিতেছে ২৫ কোটি ৯৪ লাখ টাকা।

এবারের আইপিএলে মোট ৬০ কোটি ৩১ লাখ টাকারও বেশি প্রাইজমানি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর মধ্যে রানার্সআপ গুজরাট টাইটান্স পেয়েছে ১৬ কোটি ৮৬ লাখ টাকা।

পুরস্কার দেওয়া হয়েছে সর্বোচ্চ রানসংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারি, টুর্নামেন্টসেরা খেলোয়াড়সহ আরও অনেক ক্যাটাগরিতে।

একনজরে দেখে নিন আইপিএলে কে কত টাকা পুরস্কার পেয়েছেন:
চেন্নাই সুপার কিংস: ২৫ কোটি ৯৪ লাখ টাকা।
গুজরাট টাইটান্স: ১৬ কোটি ৮৬ লাখ টাকা।
তৃতীয় স্থান মুম্বাই ইন্ডিয়ান্স: ৯ কোটি ৭ লাখ টাকা।
চতুর্থ স্থান লখনৌ সুপার জায়ান্টস: ৮ কোটি ৯৭ লাখ টাকা।
ফেয়ার প্লে দিল্লি ক্যাপিটালস: শুধু ট্রফি
টুর্নামেন্ট শেরা শুভমান গিল: ১২ লাখ ৯৬ হাজার টাকা।
সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ শামি: ১২ লাখ ৯৬ হাজার টাকা।
সেরা উদীয়মান জয়শাওয়াল: ১২ লাখ ৯৬ হাজার টাকা।
গেম চেঞ্জার শুভমান গিল: ১২ লাখ ৯৬ হাজার টাকা।
সুপার স্ট্রাইকার গ্লেন ম্যাক্সওয়েল: ১২ লাখ ৯৬ হাজার টাকা ও গাড়ি।
সর্বোচ্চ চার শুভমান গিল: ১২ লাখ ৯৬ হাজার টাকা।
সর্বোচ্চ ছক্কা ফাফ ডু প্লেসি: ১২ লাখ ৯৬ হাজার টাকা।
সবচেয়ে দীর্ঘ ছয় ডু প্লেসি: ১২ লাখ ৯৬ হাজার টাকা।
মৌসুম সেরা ক্যাচ রশিদ খান: ১২ লাখ ৯৬ হাজার টাকা।
সেরা পিচ ও গ্রাউন্ড ওয়াংখেড়ে ও ইডেন গার্ডেন্স: ৬৪ লাখ ৯৬ হাজার যৌথভাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //