বল টেম্পারিংয়ের দায়ে শাস্তি পেল পাকিস্তান

আবারো সমালোচনার মুখে পড়লো পাকিস্তানের ক্রিকেট। ফের বল টেম্পারিংয়ের দায়ে শাস্তি পেলো তারা।

ক্রিকেট পাকিস্তান ডটকমের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, শনিবার (২৭ মে) হারারে ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের মুখোমুখি হয়েছে পাকিস্তান এ দল বা পাকিস্তান শাহিন।

এ ম্যাচে বল টেম্পারিংয়ের দায়ে পাকিস্তানকে শাস্তি দিয়েছেন আম্পায়ার ইকনো ছাবি। হারারেতে চলছে ষষ্ঠ ওয়ানডে ম্যাচ। এতে অপরাধের দায়ে শাহিনদের ৫ রান জরিমানা করা হয়েছে।

টেম্পারিংয়ের ঘটনায় ক্রিকেট অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে এর মাঝেও সব আলো কেড়ে নিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটাররা। দুর্দান্ত পারফরম্যান্সে শাস্তি পাওয়া পাকিস্তানকে পাহাড়সময় লক্ষ্য ছুড়ে দিয়েছেন তারা।

এ ইনিংসে ১৯৫ রানের নান্দনিক ইনিংস খেলেছেন ক্রেইগ অরভিন। ঝড়ো গতিতে ৯২ রান তুলেছেন ইন্নোসেন্ট কাইয়া। তাতে ৭ উউকেটে ৩৮৫ রানের বিশাল পুঁজি পেয়েছেন স্বাগতিকরা।

ইনিংসজুড়ে জিম্বাবুইয়ান ব্যাটারদের কাছে নাকানিচুবানি খেয়েছেন পাকিস্তান শাহিনসের বোলাররা। মোহাম্মদ আলি, কাসিম আকরাম ও আমের জামাল নিতে পেরেছেন ২টি করে উইকেট। তবে কঠিন দিন কাটিয়েছেন শাহনওয়াজ দাহানি। ১০ ওভারে ১০৫ রান খরচ করেছেন তিনি।

এখন টেম্পারিংয়ের শাস্তি ভুলে ব্যাটিংয়ে দারুণ কিছু করে দেখাতে হবে সফরকারীদের। অন্যথায় এ ম্যাচ থেকে ছিটকে যাবেন তারা তা জোর দিয়েই বলা যায়।

এর আগে ২০১৯ সালে ঘরোয়া ক্রিকেটে বল বিকৃতির দায়ে পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদকে জরিমানা করা হয়।

২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বল টেম্পারিংয়ের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হন বুমবুমখ্যাত শহীদ আফ্রিদি।

২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ আনা হয় ইনজামাম উল হক নেতৃত্বাধীন পাকিস্তানের বিপক্ষে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //