পাকিস্তানের নতুন কোচ মোহাম্মদ ইউসুফ

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফকে দায়িত্ব দিচ্ছে পিসিবি। খবরটি দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ‘পাকিস্তান অবজারভার’।

পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন শুরু করবেন মোহাম্মদ ইউসুফ।

পিসিবি সভাপতি নাজাম শেঠি গত ফেব্রুয়ারিতে জানান, সাবেক প্রোটিয়া ক্রিকেটার এবং কোচ মিকি আর্থারের সঙ্গে চুক্তি করার চেষ্টা চালাচ্ছে পিসিবি। পাকিস্তানি গণমাধ্যমগুলোর খবর, মিকি আর্থারের সঙ্গে এখনও সমঝোতায় পৌঁছাতে না পারায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মোহাম্মদ ইউসুফকে নিয়োগ দেয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে কোচিং করানো মিকি আর্থার দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন পাকিস্তানেরও। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত দলটির প্রধান কোচ ছিলেন তিনি। 

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সঙ্গে এর আগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মোহাম্মদ ইউসুফেরও। সাকলাইন মুশতাকের কোচিংয়ের সময় দলের ব্যাটিং কোচ ছিলেন মোহাম্মদ ইউসুফ। পাকিস্তান অবজারভার জানিয়েছে, মোহাম্মদ ইউসুফের সঙ্গে বেশ কয়েকজন স্থানীয় কোচিং স্টাফকেও নিয়োগ দিচ্ছে পিসিবি। তারা সকলেই আফগানিস্তান সিরিজ দিয়ে কাজ শুরু করবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //