অস্ট্রেলিয়ার বিপক্ষেও হারল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের বৃত্তে বন্দি বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এবার দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখল নারী দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেয়েদের হার ৮ উইকেটে।

গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সেন্ট জর্জেস ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। ১১ রানে সাজঘরে ফেরে দুই ব্যাটার। শুরুর ধাক্কা সামাল দেয়ার দায়িত্ব নেন অধিনায়ক নিগার সুলতানা। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৩ রান।

পাওয়ার প্লের পরও রানের গতি সেভাবে বাড়াতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক নিগার সুলতানা। টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন এই ব্যাটার। ৫০ বলে ৫৭ রান করে নিগার ফিরলে আর বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। ১০৭ রানে থামতে হয় দলকে।

২০ রানে ৩ উইকেট নেন অস্ট্রেলিয়ার বোলার জর্জিয়া ওয়েরহ্যাম। এছাড়াও ব্রাউন ২টি ও গার্ডনার ১টি উইকেট নেন।

জবাবে ১০৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে ৯ রানের মাথায় মুনির উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে শুরুর চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। অজি ব্যাটার অ্যালসা হিলি আর মেগ ল্যানিং মিলে ৬৯ রানের বড় জুটি গড়ে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দেয়।

পরবর্তীতে ৩৭ রান করে মারুফার শিকার হয়ে হিলি ফিরলে অস্ট্রেলিয়াকে কিছুটা চাপে ফেলে বাংলাদেশ। তবে অ্যাশলি গার্ডনারকে নিয়ে বাকি কাজটা অনায়াসে সারেন ল্যানিং। ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

নিজেদের পরের ম্যাচে আগামী শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ নারী দল : ২০ ওভারে ১০৭/৭, (শামীমা ১, মুর্শিদা ৭, সোবহানা ৭, নিগার ৫৭, স্বর্না ১২, রুমানা ৪, নাহিদা ৬, মারুফা ১*, রিতু ৩*; শ্যুট ৪-০-২১-১, ব্রাউন ৪-০-২৩-২, গার্ডনার ৪-০-১৭-১, কিং ৩-০-২১-০, প্যারি ১-০-৪-০, ওয়েরহ্যাম ৪-০-২০-৩)

অস্ট্রেলিয়া নারী দল : ১৮.২ ওভারে ১১১/২ (হিলি ৩৭, মুনি ২, ল্যানিং ৪৮, গার্ডনার ১৯ ; মারুফা ৪-০-১৯-১, সালমা ২.২-০-১৯-০, নাহিদা ৪-০-৩২-০, ফাহিমা ২-০-১১-০, রিতু ২-০-৯-০)।

ফলাফল : অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //