এশিয়া কাপ-২০২২

যে কারণে ভারতের কাছে হারলো পাকিস্তান

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করছে ভারত। এই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই ঠিক দশ মাস আগে পাকিস্তানের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল ভারত।

ম্যাচের অনেকটা সময় জুড়ে মনে হচ্ছিল পাকিস্তান জিতবে। তবে শেষ পর্যন্ত ভারতের হেরেছে পাকিস্তান।

মোহাম্মদ নাওয়াজ ভারতের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। তবে শেষ ওভারে একজন বাঁহাতি বোলারকে রাখার সিদ্ধান্ত সঠিক ছিলো না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, রবীন্দ্র জাদেজা যখন উইকেটে ছিলেন, তাকে প্রথম বলেই বোল্ড করেন নাওয়াজ। কিন্তু নিজের তৃতীয় ওভার শেষ করা পর্যন্ত নাওয়াজ ছিলেন পাকিস্তানের সবচেয়ে খরুচে বোলার।

হার্দিক পান্ডিয়াও ম্যাচ শেষে বলেন, ‘আমাদের প্রয়োজন ছিল সাত রান শেষ ওভারে, আমাদের ১৫ রান দরকার হলেও নিয়ে নিতে পারতাম হয়তো।’

বিশেষজ্ঞরা বলছেন, শেষ ওভারে বাঁহাতি স্পিনার থাকাতে বাড়তি নির্ভার ছিলেন হার্দিক। ভারতের এই অলরাউন্ডার নাওয়াজের ওভারের তৃতীয় বল ডট দিয়েও ছিলেন নির্লিপ্ত, অপর প্রান্তে থাকা দিনেশ কার্তিককে চোখের ইশারায় বলেন, ‘চিন্তার কিছু নেই।’ পরে অনায়াসে ছক্কা মেরে ম্যাচ জেতালেন।

পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, হারিস রওফ এই তিন ক্রিকেটার পুরোপুরি ফিট ছিলেন না। তারা শতভাগ পারফর্ম করতে পারলে খেলা আরো অন্যরকম হতে পারতো।

ইএসপিএন ক্রিকইনফোর মন্তব্যে এডুইন নামের একজন লিখেছেন, ভারতের সাথে পাকিস্তানের ক্রিকেটারদের বড় পার্থক্য হয়ে দাঁড়িয়েছে ফিটনেস।

রিজওয়ান কিপিংয়ের শুরু থেকেই ভুগেছেন। দুই কিংবা একবার তার হাত থেকে বল ছুটেছেও। তাতে অন্তত চার পাঁচ রান বাড়তি পেয়েছে ভারত। এই রানগুলো শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার টুইটে লিখেছেন, ‘চাপের মুহূর্তে পেসারদের ফিটনেস শেষ পর্যন্ত মুখ্য হয়ে উঠেছে।’

অতিরিক্ত রান দিয়েছে অনেক পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেটে একটা অতিরিক্ত বল মানে অনেক তফাৎ, সেখানে ভারতের চারটি ওয়াইড বলের বিপরীতে পাকিস্তানের বোলাররা মোট নয়টি ওয়াইড বল করেছেন।

সেটাও ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে। আঠারোতম ওভার নাসিম শাহ শুরুই করেন ওয়াইড বল দিয়ে। সতেরতম ওভারে হারিস রওফ দুটি ওয়াইড বল করেন।

এই ওভারে ভালো বল করলেও দুটি ওয়াইড বলে ভারতের ব্যাটসম্যানের ওপর থেকে চাপ নেমে যায়।

শাহনাওয়াজ দাহানিও ১৪তম ওভারে ও ১৬তম ওভারে ওয়াইড বল করেন একটি করে।

ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে দুই দলই শেষ তিন ওভার ত্রিশ গজ বৃত্তের ভেতর একজন বেশি ফিল্ডার নিয়ে মাঠে ছিল।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন নিয়ম অনুযায়ী ইনিংসের শেষ ওভার শুরু করার একটা সুনির্দিষ্ট সময় থাকে, যাকে কাট অফ টাইম বলা হয়, সেই সময় পার হয়ে যাওয়ার পর থেকে ত্রিশ গজের বাইরে একজন ফিল্ডার কম নিয়ে খেলতে হবে। এই নিয়ম ২০২২ সালের জানুয়ারি মাস থেকে চালু হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে ভারতও কাল শেষ তিন ওভার বৃত্তের ভেতর একজন ফিল্ডার বেশি নিয়ে খেলতে বাধ্য হয়েছে। কিন্তু ক্রিজে সেটা কাজে লাগানোর মতো ব্যাটসম্যান ছিল না পাকিস্তানের। তবে ভারত শেষ তিন ওভারে এটা কাজে লাগিয়েছে দারুণভাবে।

বিশেষত, হারিস রওফের শেষ ওভারে তিনটি বাউন্ডারি হাঁকিয়েছেন হার্দিক পান্ডিয়া। সেখানেই এগিয়ে গেছে ভারত, শেষ ওভারে তাদের দরকার ছিল ৬ বলে ৭ রান।

উল্লেখ্য, আগামী ৩১ আগস্ট ভারত হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে। আর ২ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //