সর্বকালের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় তিনে সাকিব

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকা প্রকাশ করেছে। ৪০৮ রেটিং নিয়ে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ওই তালিকায় তিনে অবস্থান করছেন।

গতকাল বুধবার (২৭ এপ্রিল) আইসিসি তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে এ তালিকা প্রকাশ করেছে।

টি-টোয়েন্টি সর্বকালের সেরা অলরাউন্ডারের ওই তালিকায় ৫৫৭ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। এর পরেই আছেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। তার রেটিং ৪১২। আফ্রিদির পরে তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং ৪০৮।

আইসিসির (টি-টোয়েন্টি) সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকার সেরা পাঁচ ক্রিকেটার। ছবি: আইসিসির ওয়েবসাইট

চার নম্বরে ৩৯৭ রেটিং নিয়ে আছেন আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। পাঁচে আছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। তার রেটিং ৩৬৩।

ছয় নম্বরে রয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার সনাৎ জয়সুরিয়া ও সাতে রয়েছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী। তাদের রেটিং যথাক্রমে ৩৬২ ও ৩৫৫। আটে ৩৫০ রেটিং নিয়ে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার ডেভিড হাসি। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ম্যারলন স্যামুয়েল্স ৩২১ রেটিং নিয়ে নবম এবং ৩০০ রেটিং পয়েন্ট নিয়ে দশম অবস্থানে রয়েছেন ক্রিস গেইল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //