ব্যাটিং তাণ্ডবের পর বিতর্কিত আউটে পাকিস্তানের হার

সাউথ আফ্রিকান বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে পাকিস্তানি ওপেনার ফখর জামান। ১৫৫ বলে ১৮ চার ও ১০ ছক্কায় ১৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তবুও শেষ রক্ষা হয়নি, ১৭ রানে হেরেছে তার দল। এ জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরলো সাউথ আফ্রিকা।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জোহানেসবার্গে শুরুতে ব্যাট করতে নেমে ছোট ছোট ব্যক্তিগত সংগ্রহে বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। ১০২ বলে সর্বোচ্চ ৯২ রান আসে অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাট থেকে। ৮৬ বলে ৮০ রান করেন কুইন্টন ডি কক। ঝড়ো ইনিংস খেলেন রাসি ভ্যান ডার ডুসেন ও ডেভিড মিলার।

৩৭ বলে ৬০ রান করেন ডুসেন আর ২৭ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন মিলার। শেষ পর্যন্ত নির্ধরিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪১ রান তুলে দক্ষিণ আফ্রিকা।

বিশাল লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান ইনিংসের শুরুতেই ধাক্কা খায়। ৭ রানেই প্রথম উইকেট হারায় তারা। ১০ বলে ৫ রান করে আউট হয়ে যান ইমাম উল হক। 

অধিনায়ক বাবর আজমও এই দিন ইনিংস বড় করতে পারেননি। ৩৩ বলে ৩১ রান করে এনরিক নরকিয়ার বলে সাজঘরে ফেরত যান তিনি। এরপর আর কেউই ভালো সঙ্গ দিতে পারেননি ফখরকে। বাবরই পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ছিলেন। 

তবে একা লড়াই করেও দলকে জেতাতে পারেননি ফখর। লুঙ্গি এনগিডির করা শেষ ওভারের প্রথম বলটি লংঅনের দিকে খেলে দিয়ে সহজেই প্রথম রান নেন ফাখর, দৌড় দেন দ্বিতীয় রানের জন্য। চতুরতা দেখান প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি কক। লংঅফের ফিল্ডার এইডেন মারক্রামকে তিনি ইশারা করেন নন স্ট্রাইক প্রান্তে থ্রো করার জন্য। মারক্রাম থ্রো’টি করেন স্ট্রাইকিং প্রান্তেই। ডি ককের হাতের ইশারায় ঘুরে দেখেন ফাখর, তাতেই ঘটে সর্বনাশ। মারক্রামের সরাসরি থ্রো এসে ভেঙে দেয় স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প। 

কেউ কেউ বলছেন ক্রিকেট স্পিরিটের পরিপন্থী কাজ করেছেন ডি কক। আবার কেউ কেউ সরাসরি তুলে ধরেছেন ক্রিকেটের আনুষ্ঠানিক নিয়ম। আইসিসির রুলবুকের ৪১.৫.১ এর অনুচ্ছেদে বলা আছে, কেউ ইচ্ছাকৃতভাবে কাউকে ভুল পথে পরিচালিত করলে সেটিতে ৫ রান পেনাল্টি দেয়া হবে।

ডি কক ইচ্ছাকৃতভাবেই করেছেন নাকি মারক্রামকে ইশারা করেছেন তা স্পষ্ট নয়। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটও দেননি কোনো সিদ্ধান্ত। তবে এ ঘটনায় অবাক ও বিস্মিত পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। 

এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘ম্যাচ তো আপনারা দেখেই নিয়েছেন। আমার যেমন হতাশা কাজ করছে, আপনারাও নিশ্চয়ই হতাশ। ফখর জামানের ২০০ হলো না। আমি এটাকে প্রতারণা বলবো না। তবে এটাকে আমি ভালো ক্রিকেট স্পিরিট বলতেও রাজি নই। যেভাবে ডি কক আউটটা করল...’

ফখর আউট হওয়ার পর নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৩২৪ রানে থামে পাকিস্তানের ইনিংস। ১০ ওভারে ৬৩ রান দিয়ে তিন উইকেট নেন এনরিক নরকিয়া।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //