নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৮ পিএম
বাংলাদেশ দলের আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলের খেলা রেখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যাবেন সাকিব। এজন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি।
সোমবার (২২ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন এমন বার্তা দেন।
বিসিবি সভাপতি বলেন, ‘আমরা তাদের সঙ্গে একটি চুক্তিতে যাবো এখন। এই বছর আমরা কোনো চুক্তি করিনি। আমাদের যে চুক্তি শেষ হয়েছে আমরা এখনো তা নবায়ন করিনি। এই চুক্তিতে এখন নতুন কিছু জিনিস যোগ হবে। সেখানে লেখা থাকবে কে কোন ফরম্যাট খেলতে চায়, তাদেরকে বলতে হবে এবং সেটাও জানতে হবে তাদের অন্য কোনো জায়গায় অন্য কিছু থাকে তাহলে জাতীয় দলে খেলবে নাকি ওইখানে।’
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে এপ্রিলের মাঝামাঝি দেশ ছাড়বে বাংলাদেশ দল। সে সময় মাঠে গড়াবে আইপিএল। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার জন্য শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট স্কোয়াডে তার নাম বিবেচনা না করতে বিসিবির কাছে আবেদন করেন সাকিব। সেই আবেদন মঞ্জুর করলেও বিব্রত বিসিবি। এজন্য আসন্ন কেন্দ্রীয় চুক্তি নিয়ে শক্ত ভাবনা বোর্ডের।
পাপন বলেন, ‘এই চুক্তিতে যারা স্বাক্ষর করবে তাদের তো আমরা যেতে দেবো না। এখন ব্যাপারটা খোলামেলা। আগে ছিল সেটা ব্যক্তিগত, এখন এটা আমরা কাগজে কলমে লিখিতভাবে নিয়ে নিচ্ছি। এখানে কারো বলার কিছু থাকবে না। জোর করে নিচ্ছি এটা বলার কিছু থাকবে না।’
ABOUT CONTACT ARCHIVE TERMS POLICY ADVERTISEMENT
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ | প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ
প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী | ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh