বিখ্যাত হতে বাবরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ধর্ষণ আর প্রতারণার মামলায় ফাঁসিয়েছিলেন হামিজা মুখতার নামের এক নারী। তার দাবি ছিলো, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন বাবর আজম। এমনকি গর্ভপাতও করান পাকিস্তান অধিনায়ক। এসব ধামাচাপা দিতে নাকি হামিজাকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছিল।

ওই নারী গণমাধ্যমকে জানান, স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছেন। তখনই সম্পর্কে জড়ান। এরপর বাড়ে ঘনিষ্ঠতা। শেষে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক। কিন্তু বাবর আজম যখন অনূর্ধ্ব-১৯ দল থেকে কিছু দিন পর জাতীয় দলে সুযোগ পান তখনই নাকি হামিজা থেকে দূরে সরে যেতে থাকেন।

এর সবই নাকি মিথ্যা। বাবর আজমকে ব্যবহার করে বিখ্যাত হতে চেয়েছিলেন হামিজা মুখতার। জানিয়েছেন, বাবর আজমের সঙ্গে কোনো পরিচয়ই ছিলো না তার।

হামিজা বাবরের বিরুদ্ধে করা সব অভিযোগ তুলে নিয়ে গণমাধ্যমকে বলেন, বাবরের সঙ্গে তার কোনো পরিচয় ছিলো না। স্কুলেও এক সাথে পড়েননি।

শুক্রবার (১৫ জানুয়ারি) টুইটারে পাকিস্তানের সংবাদকর্মী সাজ সাদিকের করা ভিডিও পোস্টে দেখা যায়, হামিজা মুখতার আইনজীবীর সামনে এক চুক্তিনামায় সই করে বলেন, এই অভিযোগ তোলার পেছনে কারো কোনো চাপ নেই। আমার কিছু বন্ধু বলেছিল, বিখ্যাত হতে হলে বাবর আজমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে।

জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে পাকিস্তান। হামিজা মুখতারের আনা মিথ্যা অভিযোগ ঝেড়ে ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করার পালা বাবরের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //