ফিটনেস পরীক্ষায় ‘নাম্বার ওয়ান’ সাকিব

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেয়া ফিটনেস পরীক্ষায় সর্বোচ্চ স্কোর নিয়ে পাস করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বুধবার (১১ নভেম্বর) দেয়া পরীক্ষায় সাকিব পেয়েছেন ১৩.৭, যেখানে বিসিবি’র ফিটনেস পরীক্ষার মানদণ্ড ধরা হয় ১১।

গত দুদিনের বিপ টেস্টে সবচেয়ে বেশি নম্বর ১৩ দশমিক ৬ পেয়েছিলেন পেসার মেহেদী হাসান। সাকিব মেহেদিকেও পেছনে ফেলে সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন।

বিপ টেস্টে সর্বনিম্ন স্কোর করা ক্রিকেটারদের মধ্যে অন্যতম হচ্ছেন- নাসির হোসেন, সোহাগ গাজী। বিপ টেস্টে নাসির পেয়েছেন সর্বনিম্ন স্কোর ৮.৫। এছাড়া ‘বুড়ো’ হয়ে যাওয়া ক্রিকেটার আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস ১১-এর ওপর স্কোর নিয়ে উতরে গেছেন এই টেস্ট।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব নিষেধাজ্ঞা পেয়েছিলেন ২০১৯ সালের ২৯ অক্টোবরে। এরপর থেকেই মাঠে অনুপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি শেষ হয়েছে সাকিবের ওপর আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ।

এ ব্যাপারে সাকিব জানান, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে ক্যারিবীয় প্রিমিয়ার লীগে খেলেছিলেন সাকিব।

আগামী বছরের শুরুর দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। ওই সিরিজে অংশ নেয়ার মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব আল হাসান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //