ইনজুরিতে মুশফিক

ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম। ক্যাচ ধরতে গিয়ে ডান কাঁধে ব্যথা পেয়েছেন তিনি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্টস কাপে লিগ পর্বের ষষ্ঠ ও শেষ ম্যাচে তামিম একাদশের বিপক্ষে কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মুশফিক। এই টুর্নামেন্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন নাজমুল একাদশের হয়ে খেলেছেন মুশফিক।

পেসার আল আমিনের ২৬তম ওভারে স্লো বাউন্সারে তামিম একাদশের ইয়াসির আলীর ব্যাট ছুঁয়ে বল যায় ফাঁকা পয়েন্টের দিকে। উইকেটকিপার মুশফিক অন্তত ১০-১২ গজ ছুটে গিয়ে তা ধরার চেষ্টা করেন। এক পর্যায়ে মাটিতে শরীর ফেলে দেন তিনি; কিন্তু বল তার নাগালের বাইরে গিয়ে পড়ায় গ্লাভসে নেয়া সম্ভব হয়নি।

উল্টো ঝাঁপ দিয়ে চোট পেয়েছেন ডান কাঁধে। মুশফিকের কাঁধ মাটিতে আঘাত পেতে দেখে নাজমুল একাদশের সতীর্থরা দৌড় আসেন। মুশফিক ব্যথায় কাতরাতে থাকেন। দুশ্চিন্তা তখন সতীর্থদের চোখে মুখে। কিছুক্ষণ মাটিতে শুয়ে ছিলেন তিনি। এরপর বাধ্য হয়ে ফিজিওর সাহায্য নিয়ে মাঠ ছাড়তে হয় মুশফিককে।

তবে প্রচণ্ড ব্যথা নিয়ে মাঠ ছাড়তে দেখা গেলেও মুশফিকের চোট ওতটা গুরুতর নয় বলে জানিয়েছেন দলের ম্যানেজার জামাল উদ্দিন। আপাতত বিশ্রামে আছেন তিনি। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) মুশফিকের কাঁধ পর্যবেক্ষণ করা হবে।

নাজমুল একাদশের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছে মুশফিক। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। সেঞ্চুরির পর, তৃতীয় ও চতুর্থ ম্যাচে টানা দু’টি হাফ-সেঞ্চুরি করেন মুশি।

আজও ৫১ রানের ইনিংস খেলেন মুশফিক। তার হাফ-সেঞ্চুরিতে নাজমুল একাদশ ১৬৫ রানের সংগ্রহ পায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //