বাশারের সেরা একাদশে সাকিব-তামিম-মুশফিক

২০০০ সালে অভিষেকের পর টেস্ট ক্রিকেটে প্রায় দুই দশক পার করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত ১১৯ টেস্ট খেলে ১৪ জয়ের বিপরীতে পরাজয় ৮৯টি এবং ১৬টি টেস্ট ড্র হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের আজকের পথচলায় বড় অবদান রয়েছে হাবিবুল বাশার সুমনের। ৫০ টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলা এই তারকা বাংলাদেশকে ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন।

সম্প্রতি ক্রিকইনফোতে এক সাক্ষাৎকারে বাশার বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট একাদশের নাম জানিয়েছেন।

অধিনায়ক হিসেবে রাখা হয়েছে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে। এছাড়া আছেন মাশরাফি বিন মর্তুজাও।

বাশারের দেশসেরা টেস্ট দল:

তামিম ইকবাল, জাভেদ ওমর, আল শাহরিয়ার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, আমিনুল ইসলাম (অধিনায়ক), আফতাব আহমেদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, তাপস বৈশ্য, শাহাদাত হোসেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //