শিরোপা জিততে বাংলাদেশের প্রয়োজন ৩০২

ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিততে স্বাগতিক বাংলাদেশের প্রয়োজন ৩০২ রান। টস হেরে আগে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ৩০১ রান।

শনিবার (২৩ নভেম্বর) সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফাইনাল ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরতেই উইকেট হারায় পাকিস্তান। ওপেনার ওমাইর উইসুফ (৪) এবং ওপেনার হায়দার আলিকে (২৬) বিদায় করেন সুমন খান। দলীয় ৪১ রানে দুই ওপেনারের বিদায়ের পর ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তিন নম্বরে নামা রোহাইল নাজির করেন ১১৩ রান।

দলীয় ১৫৮ রানের মাথায় বিদায় নেন ইমরান রফিক। তার আগে ৮৮ বলে করেন ৬২ রান। শেষ দিকে দলপতি সৌদ শাকিল ৪০ বলে ৪২ আর খুশদিল শাহ ১৬ বলে করেন ২৭ রান। ৭ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন আমাদ বাট।

বাংলাদেশের সুমন খান তিনটি, হাসান মাহমুদ দুটি আর মেহেদি হাসান একটি করে উইকেট নেন।

এর আগে সেমিফাইনালে আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। আর ভারতকে ৩ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে পাকিস্তান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //