বঙ্গবাজারে মার্কেটের নির্মাণ কাজ শুরু ২৫ মে

আগুনে পুড়ে ছাই হওয়ার এক বছর পর ঢাকার বঙ্গবাজারের জায়গায় নতুন বহুতল মার্কেট নির্মাণের কাজ শুরু হচ্ছে; প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মে এ কাজের উদ্বোধন করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসএসসি) আজ রবিবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই দিন বেলা ১১টায় নতুন মার্কেটের নির্মাণ কাজ উদ্বোধন করবেন সরকারপ্রধান। বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সেখানে পুনর্বাসনের কথা রয়েছে।

বঙ্গবাজার ছাড়াও একই দিনে পোস্তাগোলা থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত ‘৮ সারির ইনার সার্কুলার রোড’ এবং ধানমন্ডি লেইকের পাড়ে ‘নজরুল সরোবর’ নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

রোজার ঈদের আগে ২০২৩ সালে ৪ এপ্রিল শেষ রাতে আগুনে পুড়ে ছাই হয় দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট ঢাকার বঙ্গবাজার। ৩ হাজারের মত দোকান পুড়ে গোটা বঙ্গবাজার বিরানভূমি হয়ে যায়।

বলতে গেলে তখন কিছুই বাঁচাতে পারেননি ব্যবসায়ীরা। দোকানে দোকানে সাজানো ঈদবাজারের সব মালামাল হারিয়ে পথে বসেন তারা।

পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আগুনে পোড়া বঙ্গবাজারের জায়গায় নতুন মার্কেট গড়ে তোলার ঘোষণা দেয়। নতুন মার্কেটের নকশাও প্রকাশ করা হয়। ১০৬ দশমিক ২৮ শতাংশ জমিতে ১০ তলা সেই মার্কেট চারটি ব্লকে ভাগ করার পরিকল্পনা রয়েছে নগর কর্তৃপক্ষের।

পুড়ে যাওয়া বঙ্গবাজার হকার্স মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, মহানগর হকার্স মার্কেট এবং আদর্শ হকার্স মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ করা হবে এসব দোকান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //