গরমে যে উদ্যোগ নিলো ঢাকা ওয়াসা

তীব্র তাপদাহে পুড়ছে গোটা দেশ। দিনদিন তাপমাত্রার পারদ উঠছে ওপরের দিকে। ঢাকার তাপমাত্রা বিরাজ করছে ৪০ ডিগ্রির আশেপাশে। প্রখর রোদে বিপর্যস্ত জনজীবন। এ অবস্থায় রাজধানীবাসীকে কিছুটা স্বস্তি দিতে খাবার পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা।

সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ওয়াসা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারা বাংলাদেশের ওপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকির বা শরীরে পানি শূন্যতার আশঙ্কা দেখা দিয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে ঢাকা মহানগরীর জনবহুল পয়েন্টে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খাবার পানি সরবরাহের ব্যবস্থা নিয়েছে ঢাকা ওয়াসা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //