ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদের ভোটগ্রহণ চলছে

ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। এতে জেলার নয়টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ১০০টি ইউনিয়ন পরিষদের ১৩৮৪ জন জনপ্রতিনিধি ভোট দিবেন।

আজ শনিবার (৯ মার্চ) সকাল ৯ টা থেকে ইভিএম পদ্ধতিতে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।  

উপ-নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন (চশমা প্রতীক), জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. শফিকুল আলম (আনারস প্রতীক) ও জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করা মো. বিল্লাল মিয়া (ঘোড়া প্রতীক)।  

জেলা প্রশাসন জানায় নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলার ৯টি ভোটকেন্দ্রে ৩৭১ জন পুলিশ ও আনসারের পাশাপাশি ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আল-মামুন সরকার মারা যান। এতে পদটি শূন্য হওয়ায় উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //