দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর অবশেষে চলাচল শুরু হয়েছে।

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, মিরপুরের শেওড়াপাড়া-কাজীপাড়া মাঝামাঝি মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। যে কারণে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।

এদিকে, তুরাগ নদীর তীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা রবিবার (৪ জানুয়ারি) শেষ হওয়ার পর মানুষ নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। এসময় অনেকেই উত্তরা উত্তর মেট্রো স্টেশনে ভিড় জমান। যাত্রীর চাপে ওই স্টেশনের গেট বন্ধ করে দেয়া হয়।

এর আগে, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রান‌জিট ডেভেলপ‌মেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ-প্রকল্প পরিচালক (গণসং‌যোগ) নাজমুল ইসলাম ভূইয়া বলেন, সিগন্যাল সিস্টেমে অসুবিধার কারণে রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়েছে। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল সার্ভিস আবার চালু করা হবে।

অন্য একটি সূত্রে জানা গেছে, যাত্রীদের মধ্যে কেউ জরুরি বাটনে চাপ দেয়ায় এই সমস্যা হয়েছে। মেট্রোরেল স্টেশনের ডিসপ্লে বোর্ডেও এমনটা লেখা দেখা গেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //