মশা নিধনে ডিএনসিসির বরাদ্দ ১১৭ কোটি টাকা

২০২৩-২৪ অর্থবছরের জন্য ৫ হাজার ২৬৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর উত্তর সিটির নগর ভবনে সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন মেয়র আতিকুল ইসলাম।

এবারের বাজেট গত অর্থবছরের তুলনায় ২২১ কোটি টাকা বেশি। উত্তর সিটির ১৩তম বাজেট এটি৷ স্মার্ট শহর গড়ায় এই বাজেট ভূমিকা রাখবে বলে জানান আতিকুল ইসলাম।

বাজেটের রাজস্ব ব্যয় খাতের বিস্তারিত বিবরণে জানানো হয়, এবার মশক নিধন কার্যক্রমে বরাদ্দ রাখা হয়েছে ১১৭ কোটি টাকা এবং নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় রাখা হয়েছে ২২৭ কোটি টাকা।

ডিএনসিসিকে নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগ হিসাবে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান আতিকুল ইসলাম। জনসেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //