জোরেশোরে চলছে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি, ৭০ ভাগ কাজ সম্পন্ন

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে সামনে রেখে জাতীয় ঈদগাহে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। যা ইতোমধ্যে প্রায় ৭০ ভাগ সম্পন্ন হয়ে গেছে। এসময় নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও দেখা গেছে সেখানে।

আজ শুক্রবার (২৩ জুন) জাতীয় ঈদগাহ ঘুরে দেখা যায়, শ্রমিকরা ময়দানে প্যান্ডেল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। বর্ষাকালের কথা মাথায় রেখে প্যান্ডেরের উপরে ত্রিপলের সামিয়ানা টানানো হচ্ছে। এছাড়া ভেতরে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা তৈরি করা হয়েছে। সাদা কাপড় দিয়ে সাজানো হয়েছে মাঠের ভেতর। মাঠের কোথাও কোথাও বালু দিয়ে সমতল করা হয়েছে। এছাড়া ঈদগাহে প্রবেশের প্রধান গেটের কাজও চলছে পুরোদমে। 

প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে সাধারণত জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। তবে প্রাকৃতিক কোনো দুর্যোগ হলে প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। আগামী ২৯ জুন দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিন জাতীয় ঈদগাহে প্রধান জামাতের পাশাপাশি বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে পাঁচটি জামাত।  

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে ভেতরে ৩৫ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। সাড়ে পাঁচ হাজার নারীর জামাতে নামাজ পড়ার ব্যবস্থা থাকছে।

জাতীয় ঈদগাহে সাধারণত রাষ্ট্রপতি, মন্ত্রী, মেয়র, সচিবসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদ জামাতে অংশ নিয়ে থাকেন। তবে এবার রাষ্ট্রপতি হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যাওয়ায় এখানে জামাতে শরিক হতে পারছেন না। তবে অন্যান্য ভিভিআইপিরা থাকবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা যায়, জাতীয় ইদগাহ ময়দানে ঈদুল আজহার জামাতের সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করতে গত ২১ জুন সিটি করপোরেশনের সভা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদুল আজহায় জাতীয় ঈদগাহ মাঠ ব্যবস্থাপনা ছাড়াও কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী ২৯ জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত তাদের কেউ ছুটি নিতে পারবেন না।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //