এক শর্তে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ

ভবনের ছাদে বাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভার জন্য প্রযোজ্য হবে।

আজ বুধবার (১৪ জুন) সকালে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে নির্দিষ্টস্থানে পশু কোরবানি এবং দ্রুততম সময়ে পশুর বর্জ্য অপসারণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি

আগামী এক সপ্তাহের মধ্যে পরিপত্র জারি করা হবে বলেও জানান তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভায় বাসা বাড়ির ছাদে বাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে। কারণ বাসা বাড়ির ছাদে বাগান করলে শহরের তাপমাত্রাও কমে আসবে।

তিনি আরও বলেন, বাসা বাড়ির ছাদে শাক সবজি চাষ করলে নিজের পাশাপাশি অন্যদেরও চাহিদা মিটবে। এছাড়াও তারা নিরাপদ শাক সবজি খেতে পারবে বলে জানান তিনি।

ছাদে বাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফের প্রস্তাবটি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। মন্ত্রণালয় তার এই প্রস্তাব ইতিবাচক হিসেবে নিয়েছে বলে জানান মন্ত্রী

এসময় মো. তাজুল ইসলাম বলেন, সবাইকে নির্ধারিত জায়গায় কোরবানি করতে হবে। পাশাপাশি সন্ধ্যার আগে সিটি করপোরশনকে পশুর বর্জ্য অপসারণ করতে হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //