বঙ্গবন্ধু সবার মতামত নিয়ে কাজ করতেন: শিক্ষামন্ত্রী

বঙ্গবন্ধু সবার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেছেন মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তিনি কখনো কোনো বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেননি। যখনই তিনি কোনো কাজ করেছেন, তখনই বুদ্ধিজীবীসহ অন্যান্য সেক্টরের যারা আছেন তাদের মতামত নিয়েছেন।

আজ বুধবার (৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ‘৬ দফা: বাঙালির মুক্তির সনদশীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, আজ শেখ হাসিনা অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধুর আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে তিনি সামনে এগিয়ে যাচ্ছেন। সেই সময়ের মতো এখনো ভেতরে-বাইরে ষড়যন্ত্র চলছে। দেশের ভেতরে কিছু মানুষ আছে তারা ষড়যন্ত্র করছেন কীভাবে আমাদের বাধাগ্রস্ত করা যায়। বিদেশেও কেউ কেউ আছেন যারা কীভাবে একটি দেশের স্বাধীনতা স্পৃহা, দেশের এগিয়ে চলা, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা দমন করা যায় সেই চিন্তায় ব্যস্ত।

তিনি বলেন, ৭ জুনের অভিজ্ঞতা থেকে শেখারও বিষয় আছে। ওই সময়ের মতোই আজও আমাদের অবিচল ও ঐক্যবদ্ধ থাকতে হবে। 

আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অজিত কুমার সরকার। 

আলোচনা সভায় পরিষদের অন্য নেতা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //