ধানমন্ডির সড়কে গাছ কাটা বন্ধে সংবাদ সম্মেলন

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়ক বিভাজকে গাছ কাটা বন্ধ এবং কাটা গাছের স্থানে দেশীয় গাছ লাগানোর দাবিতে সংবাদ সম্মেলন এবং মেয়র বরাবর চিঠি প্রদান করা হয়েছে।

আজ সোমবার (৮ মে) প্রেসক্লাবের আব্দুস সালাম হল রুমে সংষ্কৃতিকর্মী, শিক্ষার্থী, সাংবাদিক ও নগরবাসীদের প্রতিবাদী মঞ্চ ‘সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

বিশিষ্ট মানবাধিকারকর্মী ও বাপার সভাপতি সুলতানা কামাল এতে সভাপ্রধান হিসেবে বক্তব্য দেন। 


শিল্পী ও মিউজিয়াম কিউরেটর এবং আন্দোলন সমন্বয়কারী আমিরুল রাজিব সঞ্চালনা করেন। 

সংবাদ সম্মেলনের ধারণপত্র উপস্থাপন করেন প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য বিষয়ক গবেষক পাভেল পার্থ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহম্মদ খান।


এতে বক্তব্য দেন- গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, নারীপক্ষের সদস্য শিরিন পি হক, নাট্যব্যক্তিত্ব ও সংস্কৃতিজন মামুনুর রশীদ, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষার্থী ও আন্দোলন সংগঠক আদৃতা রায়। 

এতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন-স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান, গ্রীণ ভয়েসের আলমগীর হোসেন, উত্তরসূরীর মোস্তফা জামান, অর্থনীতিবিদ নাঈম উল হাসান, শিল্পী সৈয়দ মুহাম্মদ জাকির প্রমুখ।


সংবাদ সম্মেলন শেষে ঢাকা নগরভবনে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বরাবর আন্দোলনকারীরা গাছ কাটা বন্ধ এবং কাটা গাছের স্থানে দেশীয় প্রজাতির গাছ লাগানোর জন্য ৩৭ জন নাগরিকের স্বাক্ষর সংবলিত চিঠি প্রদান করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //