ঢাকায় ফিরেছেন প্রায় ৯৫ লাখ সিমধারী

পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন শেষে রাজধানী ঢাকায় ফিরেছেন ৯৪ লাখ ৫৭ হাজার সিমকার্ডধারী। গত ১৮ এপ্রিল থেকে ২৮ এপ্রিল শুক্রবার পর্যন্ত ১১ দিনে এই হিসেব পাওয়া গেছে।

আজ শনিবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য নিশ্চিত করেন।  

জানা যায়, এবার ঈদে ঢাকা ছাড়েন ১ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৬১০ জন সিমকার্ডধারী। এর মধ্যে ঢাাকায় ফিরেছেন ৯৪ লাখ ৫৭ হাজার ২৫১ জন সিমকার্ডধারী।

মোস্তাফা জব্বারের পোস্টের তথ্য অনুযায়ী, উল্লিখিত ১১ দিনে ঢাকায় প্রবেশ করেছেন গ্রামীণফোনের ২৩ লাখ ৮৪ হাজার ৩২৪, রবির ২১ লাখ ১৮ হাজার ৯২৫, বাংলালিংকের ৪৭ লাখ ৬১ হাজার ২৫৮ ও টেলিটকের ২ লাখ ২৮ হাজার ৭৪৪ জন সিমধারী।

ঈদের ছুটিতে ঢাকা ছাড়েন গ্রামীণফোনের ৫৬ লাখ ১৬ হাজার ৪১৯, রবির ৩৩ লাখ ৭২ হাজার ৫৮৩, বাংলালিংকের ৬০ লাখ ৭১ হাজার ৬৬২ এবং টেলিটকের ২ লাখ ১ হাজার ৯৪৬ সিমধারী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //