নকল সামগ্রী রাখার দায়ে আট প্রতিষ্ঠানকে জরিমানা

অনুমোদনহীন নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী উৎপাদন, মজুত ও বিক্রির দায়ে আট প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) ও আজ শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ফতুল্লা ও কেরানীগঞ্জ এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

আজ বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।

তিনি জানান, অভিযানে নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী উৎপাদন, মজুত ও বিক্রির দায়ে আট প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে জান্নাতুল মার্কেটিং কোম্পানিকে নগদ ৩ লাখ টাকা, সন্স কসমেটিক্সকে ২ লাখ টাকা, নিপা মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে ১ লাখ ৫০ হাজার টাকা, রংধনু ক্যাবলসকে ২ লাখ টাকা, পাওয়ার ক্যাবলসকে ৫০ হাজার টাকা, এনার্জি মেটাল ওয়ার্ক্সকে ৩ লাখ টাকা, ফরহাদ ইলেকট্রনিক্স লিমিটেডকে ৫ লাখ টাকা ও পলক ক্যালসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই মোবাইল কোর্ট আনুমানিক ১ লাখ টাকা মূল্যের নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী জব্দ ও ধ্বংস করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //