সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। গত রবিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব এলাকার বাণিজ্যিক ভবনের (শিরিন ম্যানসন) তৃতীয় তলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে তিনজন নিহত এবং পাঁচজন দগ্ধ হন।

বিস্ফোরণের ঘটনায় এরই পূর্বে একটি জিডি ছিল, যা মামলায় পরিণত হয়েছে। ঘটনার তদন্ত এখনো চলছে। আজ মঙ্গলবার (৭ মার্চ) নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এসব তথ্য জানান।  

এ দিকে, এ ঘটনায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত হয়ে ঢাকা মেডেকেলে চিকিৎসা নেন অন্তত ১৫ জন। সেখানে ভর্তি রাখা হয়েছে চারজনকে।

বিস্ফোরণে নিহতরা হলেন- নরসিংদী জেলার বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের আবু সিদ্দিকের ছেলে সাদিকুর রহমান তুষার (৩১), রাজবাড়ী সদর উপজেলার ধুলদী গ্রামের মৃত গোমেদ শেখের ছেলে সফিকুজ্জামান (৪৪) ও গাজীপুরের টঙ্গী কোনাপাড়া এলাকার মফিজউদ্দিন খলিফার ছেলে আবদুল মান্নান (৬৩)।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //