ফ্লাইওভারে সুতার ফাঁদ, ছিটকে পড়লেন মোটরসাইকেল আরোহী

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে ছিনতাইকারীদের পেঁতে রাখা ঘুড়ি ওড়ানোর সুতার ফাঁদে আটকে চলন্ত মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন এক আরোহী। আহত ওই যুবকের নাম ইমাম হোসেন (৩২)।

আজ বুধবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফ্লাইওভারের গোলাপবাগ ট্রোলপ্লাজার সামনে এ ঘটনা ঘটে। ইমাম হোসেনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ও তার স্বজনদের অভিযোগ, ছিনাতাই করার উদ্দেশ্যে ফ্লাইওভারের দুই পাশের রেলিংয়ের সঙ্গে সুতা বেধে রেখেছিল ছিনতাইকারীরা।

ইমাম হোসেনের ছোট ভাই মো. আ. গাফ্ফার ওজানান, ইমাম হোসেন কেরাণীগঞ্জের ইকুরিয়ায় বিআরটিএ’তে ইনবাউন্ড অফিসার হিসেবে চাকরি করেন। থাকেন বনানী ৫ নম্বর রোডে।

বিকেলে নিজের মটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন তিনি। পথে হানিফ ফ্লাইওভার ব্রিজের উপরে সুতায় গলা আটকে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে তার ডান হাত, মুখমন্ডল, বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে কেটে যায়।

এ সময় আরেকটি মটরসাইকেলে তার আরেক সহকর্মী সেখান দিয়ে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। তখন তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সন্ধ্যায় ঢামেকে নিয়ে যাওয়া হয়।

তারা অভিযোগে করেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে ফ্লাইওভারে দুই পাশের রেলিংয়ের সাথে ঘুড়ি ওড়ানোর সুতা বেঁধে রেখেছিলো ছিনতাইকারীরা। তবে তিনি গুরুতর আহত হওয়ায় ছিনতাইকারীরা তাকে দেখে পালিয়ে যায়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তার অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তার অস্ত্রোপচার চলছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //