দখলদারদের বিরুদ্ধে মেয়র তাপসের হুঁশিয়ারি

সব দখলদারদের খাল বা নদীর জায়গা ছেড়ে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (১২ অক্টোবর) দুপুরে কালুনগর স্লুইস গেইট সংলগ্ন এলাকায় আদি বুড়িগঙ্গা চ্যানেলের সীমানা নির্ধারণ কার্যক্রমের উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মেয়র এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, যেই খাল দখল করুক না কেন তাদের উচ্ছেদ করা হবেই। সিএস ম্যাপ অনুযায়ী কালুনগরে আদি বুড়িগঙ্গা চ্যানেলের সীমানা নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, আদি বুড়িগঙ্গা পুনরুদ্ধারে আমরা বিশাল কর্মযজ্ঞ শুরু করেছি। আমরা এরই মধ্যে খনন কাজ শুরু করেছি। পরে ওয়াকওয়েসহ নান্দনিক পরিবেশ তৈরি করা হবে।

মেয়র বলেন, আজ থেকে আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, আমাদের সম্পত্তি বিভাগ ও অন্যান্য সংস্থাসহ সবাই যৌথভাবে আমরা পরিমাপ করছি, সীমানা চিহ্নিত করেছি। আজ থেকেই আমরা সেই সীমানা চিহ্নিতকরণ এবং স্থায়ীভাবে সীমানা পিলার লাগিয়ে দেব। আমরা আশাবাদী, এ কার্যক্রম অচিরেই দৃশ্যমান হবে এবং আদি বুড়িগঙ্গা তার সেই পূর্বের অবস্থানে ফিরে আসতে পারবে।

প্রাথমিকভাবে আদি বুড়িগঙ্গা চ্যানেলের ২ হাজার ৭ মিটার উদ্ধার কাজ চলছে বলেও জানান তিনি।

এ সময় তিনি জানান, জিরানি, মান্ডা, শ্যামপুর ও কালুনগর খালের সংস্কার করে জলাবদ্ধতা দূর করার পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রায় ৮৯৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে সরকার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //