সিভিল এভিয়েশন আবাসিকে ‘স্মৃতিময় আম বাগান’ শীর্ষক মিলনমেলা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সিভিল এভিয়েশন আবাসিক এলাকার সূচনা ১৯৭৭ সালের ২৬ সেপ্টেম্বর। দীর্ঘ প্রায় ৪৪ বছরের পথ পরিক্রমায় অনেকে হারিয়ে গেছে কালের নিয়মে। অনেকে জীবন সংগ্রামের অবতীর্ণ হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে কিংবা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

এই আবাসিক এলাকায় অবস্থানকারীদের মূল পরিচয় হচ্ছে সিভিল এভিয়েশনের কর্মকর্তা-কর্মচারিদের ছেলে-মেয়ে কিংবা পৌষ্য। সে হিসেবে ১৯৭৭ থেকে ২০০০ পর্যন্ত অবস্থানকারীদের নিয়ে দিনব্যাপী একটি মিলনমেলার আয়োজন করা হচ্ছে।

আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ মিলনমেলার নামকরণ করা হয়েছে ‘স্মৃতিময় আম বাগান’। এ আয়োজনের রেজিস্ট্রেশন চলবে আগামী ২৫ নভেম্বর ২০২২ পর্যন্ত।

দিনব্যাপী অনুষ্ঠানমালায় আনন্দ র‌্যালীসহ সব বয়সী অংশগ্রহণকারীদের জন্য নানা রকমের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্যূভেনীর, আকর্ষণীয় র‌্যাফেল ড্র থাকবে। 

রেজিস্ট্রেশন করার জন্য যোগাযোগ করুন- ০১৬০০৩৬৪৯৬৬, ০১৬০০৩৬৪৯৬৭, ০১৬০০৩৬৪৯৬৮, ০১৬০০৩৬৪৯৬৯।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //