সাতক্ষীরায় মুন্ডা পল্লীতে হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

সাতক্ষীরায় মুন্ডা পল্লীতে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেছে কয়েকটি সংগঠন।

ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) সহযোগিতায় শনিবার সকালে ‘শিকলবন্দী আদিবাসী, শেকল ছিড়ে বেরিয়ে এসো’ ব্যানারে এ বিক্ষোভ করেন তারা।

এতে জনউদ্যোগ, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের সদস্যরা অংশ নেন।

সকাল ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে প্রতীকী শিকল গলায় পরে ও হাতে লাল কার্ড নিয়ে অবস্থান নেন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যরা।

এ সময় জনউদ্যোগের সদস্যসচিব তারিক হোসেন মিঠুলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী চন্দন লাহিড়ী, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক প্রভাত টুডু, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক হরেন্দ্রনাথ সিং, হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের সদস্যসচিব সুরতি সিং, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্টের সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল।

বক্তারা বলেন, মুন্ডা সম্প্রদায়ের জমি প্রজাস্বত্ব আইনে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া হস্তান্তরযোগ্য নয়। অথচ অনিয়ম করে সেটিই করা হয়েছে। শুধু সাতক্ষীরার শ্যামনগর নয়, দেশজুড়ে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে।

অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //