উবার-পাঠাও চালকদের ৫ দিন কর্মবিরতি

কমিশনের রেট কমানোসহ ৬ দফা দাবিতে ধারাবাহিক কর্মবিরতি পালন করছে উবার-পাঠাও, ওভাইসহ রাইড শেয়ারিং প্লাটফর্মের চালকরা।

রবিবার (২৮ নভেম্বর) থেকে আগামী ৫ কার্যদিবসে প্রতিদিন ২ ঘণ্টা করে নিয়মিত কর্মবিরতি পালন করছেন তারা।

এক প্রেস নোটে বিষয়টি জানিয়েছে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের (ডিআরডিইউ) ঢাকা মহানগর দক্ষিণ জোনাল কমিটির প্রচার সম্পাদক মো. সোহেল।

তিনি জানান, ৬ দাবিতে ২৮ নভেম্বর থেকে ধারাবাহিকভাবে সপ্তাহে ৫ দিন অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রতিদিন ২ ঘণ্টা করে রাইড শেয়ার বন্ধ থাকবে। আজ দ্বিতীয়দিনের মতো কর্মবিরতি ছিল।

চালকদের দাবি

১। আধুনিক প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে রাইড শেয়ারিং অ্যাপের চালকদের শ্রমিক হিসেবে শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে।

২। রাইড শেয়ার অ্যাপের কমিশন ২৫% এর পরিবর্তে ১০% নির্ধারণ করতে হবে।

৩। অপরাধ প্রমাণ ছাড়া কোনো আইডি বন্ধ করা চলবে না। সবক্ষেত্রে শ্রম আইনের পরিপূর্ণ প্রয়োগ করতে হবে।

৪। মিনিট কিলোমিটার এবং বেইজ ফেয়ার সবাইকে ন্যায্য পাওনা দিতে হবে।

৫। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে রাইড-শেয়ারিংয়ের সঙ্গে যুক্ত যানবাহন দাঁড়ানোর বৈধ পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে।

৬। এনলিস্টমেন্ট করা যানবাহনগুলোকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের (এআইটি) আওতামুক্ত করতে হবে।

দাবি আদায় না হলে আগামী সপ্তাহে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয় ডিআরডিইউর পক্ষ থেকে।

এদিকে ২৪ নভেম্বর থেকে পাঠাও এবং ওভাই তাদের কমিশন কমানোর ঘোষণা দেয়। এক বিজ্ঞপ্তিতে পাঠাও জানায়, পিক আওয়ারে (সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা) পর্যন্ত ১০ শতাংশ এবং অফ-পিক আওয়ারে ১৫ শতাংশ কমিশন কার্যকর হবে।

আরেক রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ওভাই সিএনজি চালিত অটোরিকশার জন্য ৫ থেকে ১০ শতাংশ হারে কমিশন নেবে। প্রতিষ্ঠানটি ঢাকার মধ্যে কার রাইডের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে ১০ শতাংশ হারে কমিশন নেওয়ার কথা জানিয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : উবার পাঠাও

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //