বকেয়া হোল্ডিং করে ১৫ শতাংশ সারচার্জ মওকুফ: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বকেয়া হোল্ডিং করের উপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম। কভিড-১৯ প্রাদুর্ভাব বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।

সোমবার (২৪ মে) দুপুরে গুলশানের নগর ভবনে রাজস্ব আদায়সংক্রান্ত এক আলোচনাসভায় তিনি এই ঘোষণা দেন।

ডিএনসিসি মেয়র বলেন, করোনাভাইরাস তথা কভিড-১৯ প্রাদুর্ভাব বিবেচনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় সম্মানিত করদাতাগণের হোল্ডিং কর প্রদানের সুবিধার্থে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি ৩০ জুন, ২০২১ তারিখের মধ্যে একত্রে পরিশোধ করলে বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে।

মো. আতিকুল ইসলাম, ৩০ জুন ২০২১ তারিখের মধ্যে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি একত্রে পরিশোধ করে বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফের সুযোগ গ্রহণের জন্য সম্মানিত করদাতাগণকে অনুরোধ করেন।

তিনি বলেন, হোল্ডিং কর আদায়ের সুবিধার্থে রাজস্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়সমূহ সরকারি ছুটির দিন (শনিবার) খোলা থাকবে।

ডিএনসিসি মেয়র নগরবাসীর প্রতি সময়মতো পৌরকর পরিশোধ করার এবং নিজেদের নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার আহ্বান জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //