পুঁজিবাজারে সূচকের পতন, লেনদেন ৯৮১ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে শেষ হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবস। তবে গতদিনের তুলনায় লেনদেন অনেকটাই বেড়েছে। ডিএসইতে ৯৮১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আজ রবিবার (৩ মার্চ) ঢাকা স্টক এক্চেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯২ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১১০ টির, কমেছে ২৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ৩৪ পয়েন্ট কমে ৬ হাজার ২১৫ পয়েন্টে এসেছে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৯২ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৪৯ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ১৩ দশমিক ০৫ পয়েন্ট কমে ২ হাজার ১১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //