পুঁজিবাজারের সাপ্তাহিক বিশ্লেষণ

ডিএসইতে গড় লেনদেন কমেছে ১৩.৯১%

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন কমেছে ১৩.৯১ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিদিন গড়ে ৫০৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে গড়ে প্রতিদিন ৫৮৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন কমেছে ৮১ কোটি ৪৫ লাখ টাকার বা ১৩.৯১ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এতে ডিএসইর লেনদেন কমেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ১৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৯২৭ কোটি  ৮৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৯১১ কোটি ৩৯ লাখ টাকার বা ৩১.১৩ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ৭৯ পয়েন্ট বা  দশমিক ০.০৪ শতাংশ কমে ৬ হাজার ২৪৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে কমেছে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক। ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে  দশমিক ৭৫ পয়েন্ট কমে ২ হাজার  ৯৩ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক কমেছে  দশমিক ১০ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১১টির।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //