সিনিয়র শিক্ষকের সাথে ‘ঔদ্ধত্যপূর্ণ' আচরণ,কুবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সংরক্ষিত মিডিয়া ল্যাবে 'বিনা অনুমতিতে' প্রবেশ এবং এ নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের সাথে 'ঔদ্ধত্যপূর্ণ' আচরণকারী প্রভাষক আবু ওবায়দা রাহিদের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন ও বক্তব্য প্রদান করেন। 

বিভাগের শিক্ষার্থী ফরহাদ কাউসার বলেন, 'আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের সাথে মার্কেটিং বিভাগের শিক্ষক আবু উবায়দা রাহিদ স্যার যে অশিক্ষকসুলভ আচরণ করেছেন আমরা তার তদন্তসাপেক্ষ সুষ্ঠু বিচার দাবি করছি।'

কমিউনিকেশন ক্লাবের সাধারণ সম্পাদক আসিফ এন্তাজ রাব্বি বলেন, 'রাহিদ স্যার আনিছ স্যারের সাথে যে আচরণ করেছেন তা কাম্য নয়। আমরা চাই প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে।'

বিভাগের কমিউনিকেশন ক্লাবের ভিপি বিশ্বজিৎ সরকার বলেন, 'আমরা আজ মর্মাহত, কারণ আমাদের একজন শিক্ষকের বিরুদ্ধে এখানে দাঁড়াতে হয়েছে। আমরা আমাদের ডিপার্টমেন্টের সাধারণত শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি। একজন জুনিয়র শিক্ষক কিভাবে অন্য সিনিয়র শিক্ষকের দিকে তেড়ে যায়! আমরা আশা করব ভিসি স্যার ও প্রশাসন সুষ্ঠুভাবে এর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবে। আমাদের দাবি না মানলে আমরা আরো কঠিন কর্মসূচির দিকে যাব।'

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //