তীব্র তাপপ্রবাহ: ববিতে অনলাইনে ক্লাস, সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত

সারাদেশের উপর দিয়ে যে তীব্র তাপপ্রবাহ চলছে তার প্রভাবে হিটস্ট্রোকসহ নানাবিধ স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। 

এ অবস্থায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সকল ক্লাস আগামী ২২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে উক্ত সময়ে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষাসমূহ সশরীরে যথারীতি চলমান থাকবে। 

গতকাল রবিবার (২১ এপ্রিল) বিকাল ৩টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত একটি জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। একইসাথে শিক্ষার্থীদের হল অথবা বাসায় থাকাসহ অন্যান্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনেরও পরামর্শ প্রদান করে কর্তৃপক্ষ। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //